official photo-min

মাটি-তে আপনাকে স্বাগতম!
আমি মো. মাহাবুব আলম, তবে বেশিরভাগ মানুষ আমাকে মাটি নামে জানেন। আমি একজন ডিজিটাল মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর ও মিউজিশিয়ান। একাডেমিক্যালি সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজে পড়াশুনো করেছি। আমি কয়েকটি ওয়েবসাইট ও অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠা ও পরিচালনা করছি। ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন ছাড়াও, আমি একজন মিনিমালিস্ট শিল্পী, টুকটাক গান বাজনা করি, প্রকৃতি ও মানুষের সঙ্গে সুরে সুরে প্রাণ মেলাতে চেষ্টা করি। এবং দিনশেষে আমি নিজেকে সীমাহীন পৃথিবীর এক অনুসন্ধানকারী হিসেবে বিবেচনা করি।

© ২০২৪ মাটি – সর্বস্বত্ব সংরক্ষিত. ডিজাইন: মাটি

© ২০২৪ মাটি – সর্বসত্ত্ব সংরক্ষিত। ডিজাইন: মাটি